প্রায়শই মার্কেটে বড় বড় হাই ইম্প্যাক্ট নিউজ থাকে। বেশিরভাগ ট্রেডারের অ্যাকাউন্ট শূন্য করার পেছনে এই নিউজগুলো দায়ী। স্বভাবতই আমরা লোভী ট্রেডার। তাই মার্কেট বেশি মুভ করবে, আর আমরা সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবো না, ব্যাপারটাকে আমাদের অনেকের কাছেই লজ্জাজনক মনে হয়। কিন্তু নিউজ ট্রেডিংগুলো কেমন জানি আজব ধরণের। কখনও দেখা যায় প্রত্যাশিত দিকে অনেক বেশি প্রাইস মুভ করে। আবার কখনও দেখা যায় ফলাফল প্রত্যাশিত হলেও প্রাইস চলে গেছে একদম বিপরীত দিকে। এসব ঝামেলায় পড়ে অনেকেই নিউজ ট্রেডিং ছেড়ে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে নজর দেয়।
আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হয়ে থাকেন তবে অবশ্যই নিউজের ব্যাপারে আপনার সতর্ক থাকা উচিত। কারণ এই নিউজগুলো আপনার ট্রেডে ব্যাঘাত ঘটাতে পারে। হাই ইম্প্যাক্ট নিউজগুলো অল্প সময়ে মার্কেটে বড় ধরণের প্রভাব সৃষ্টি করতে পারে। নিউজের দিকে খেয়াল রাখবেন বলেই যে আপনাকে নিউজ ট্রেডার হতে হবে তা নয়। কারণ হাই ইম্প্যাক্ট নিউজ থাকলে এবং আপনি সে বিষয়ে সচেতন না থাকলে আপনার ট্রেড ব্যাপক পরিমাণ লাভ বা লসে চলে যাওয়ার সুযোগ থাকে। কিন্তু এই লেখাটি তাদের জন্য না। যারা নিউজ ট্রেড করতে আগ্রহী, কিন্তু কখন নিউজ ট্রেড করতে হবে, এবং কখন করতে হবে না, সেসব বিষয় নিয়ে যারা চিন্তিত, এই লেখাটি তাদের জন্য।
বেশিরভাগ সময় যা হয়, আমরা ForexFactory তে নিউজের Usual Effect দেখি এবং ফলাফল বের হলে সেই অনুযায়ী ট্রেড করি।
উদাহরণসরুপঃ NFP নিউজের Usual Effect হল Actual > Forecast = Good For Currency
ধরা হচ্ছে এবার ফলাফল আসতে পারে ১৬১০০০ (161K), এটাই হল Forecast। এখন Forecast থেকে যদি আসল ফলাফলের মান বেশি হয়, অর্থাৎ ১৬১০০০ (161K) থেকে বেশি আসলেই তা ডলারকে শক্তিশালী করবে। ধরুন মান আসলো ১৯৫০০০ (195K). তবে কি বুঝলেন? ডলার শক্তিশালী হয়ে গেছে? তাই হওয়ার কথা নিউজের সূত্র অনুযায়ী। নিউজটি ডলারের জন্য ভালো এসেছে। কিন্তু তাই বলেই যে ডলার শক্তিশালী হয়ে যাবে বা পেয়ারে প্রভাব পড়বে তা নয়। আরও অনেক ধরণের ব্যাপার এখানে কাজ করে। অন্য গুরুত্বপূর্ণ নিউজের প্রভাবে অনেক সময় অন্য নিউজ তার প্রভাব হারায়। এছাড়া রাজনৈতিক, দুর্যোগ এসব কারণ তো রয়েছেই। তাই শুধুমাত্র ফলাফল দেখেই ট্রেডে ঝাপিয়ে পড়া ঠিক নয়। তাতে ভুল ট্রেডের সম্ভাবনাই থাকে বেশি।
বেশিরভাগ অভিজ্ঞ ট্রেডারদের মতে এ ধরণের নিউজের ক্ষেত্রে ১০ মিনিট অপেক্ষা করা উচিত। এই ধরণের হাই ইম্প্যাক্ট নিউজের প্রভাব হয় সাধারনত ৬০-৯০ মিনিট। তাই ৫ মিনিটের চার্ট ওপেন করে প্রথম ২টি ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যদি মনে হয় নিউজের প্রভাব অনুসারে মার্কেটের যেদিকে যাওয়ার কথা, প্রাইস পরিষ্কারভাবে সেদিকে যাচ্ছে, তবেই ট্রেড নিন। আর যদি মনে হয় নিউজের ফলাফল বলছে এক কথা, কিন্তু ক্যান্ডেলের মুভমেন্ট অন্য কথা বলছে, তবে সেক্ষেত্রে ট্রেড না নেয়াই উত্তম। যেমন ১ নম্বর চার্টে বুল্লিশ মুভমেন্ট পরিষ্কার বুঝা যাচ্ছে ৫ মিনিটের প্রথম ২টি ক্যানডেল দেখে। তাই এই ক্ষেত্রে ট্রেড নেয়া যেতে পারে। কিন্তু ২য় চার্টে ৫ মিনিটের প্রথম ২টি ক্যানডেল পরিষ্কারভাবে কিছু নির্দেশ করছে না। তাই এ ধরণের ট্রেড না নেয়াই ভালো। এ ধরণের ট্রেডে লসের সুযোগ থাকে বেশি। এতে হয়তো আপনি প্রথম ১০ মিনিটের মুভমেন্ট মিস করলেন, কিন্তু এভাবে আপনি ভুল ট্রেড সহজেই এরিয়ে যেতে পারবেন।