নবাগত ট্রেডার বা ফরেক্স এর বিষয়ে সদ্য ধারণাপ্রাপ্ত অধিকাংশ ব্যক্তিরাই সন্দিহান যে কিভাবে ফরেক্স জগতে প্রবেশ করবেন। শুধু তাই নয়, এরকম অনেক ট্রেডার রয়েছেন যারা হয়তো ফরেক্স এর সবচেয়ে মৌলিক জিনিস যেমন পিপস (pips) কি তাই জানেন না, কিন্তু ট্রেডিং সিগন্যাল নিয়ে রীতিমতো মাতামাতি করে থাকেন।সত্যিকার অর্থে মুদ্রা নিয়ে মুদ্রাবাজার বা ফরেক্স এ ট্রেড করার জন্যে প্রবেশ করার অর্থ হলো সাঁতার না জেনেই একটি গভীর সুইমিংপুল এ ঝাঁপ দেয়া। এরকম অবস্থায় কোনো ঝাঁপদানকারী খুব শীগ্রই তাদের ভুল বুঝে সবচেয়ে কাছের কোনো কিছুকে সম্বল করে ঐ পুল থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন, আবার কোনো কোনো ঝাঁপদানকারী ডুবতে থাকেন পুলের সেই গভীরে।তবে কিছু কিছু ঝাঁপদানকারী এমনও রয়েছেন তারা হয়তো পুলের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে চলে আসবেন কিন্তু তারা হয়তো নিজেও জানেন না যে তারা কিভাবে এই পথ পাড়ি দিয়েছেন। এরা হলেন সেই মুষ্টিমেয় কিছু সংখক ব্যক্তি যারা হুজুগে গাঁ ভাসিয়ে কাকতালীয়ভাবে সফলতার মুখতো দেখে ফেলেন, কিন্তু এই সফলতার পেছনের প্রধান কারণগুলোর ব্যপারে সম্পূর্ণরূপে জ্ঞানহীন। তারাই আবার পরবর্তী সময়ে নবাগত ট্রেডারদের কাছে ছড়াতে থাকেন খেয়াল খুশিমতো কিছু জ্ঞান, যা অনুসরণ করে ট্রেড করলে হিতে বিপরীতই হয়।ফরেক্স জগতে সফলতার ধারণা অনেক ব্যাপক। এটি শুধু একটি প্যাটার্নকে সঠিকভাবে চিহ্নিত করা এবং কিছু ভালো ইন্ডিকেটরের উপরে নির্ভর থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়।তবে, ফরেক্স জগতে সফল হওয়ার জন্যে কোনো ধরণের জাদুকরী মন্ত্র নেই। বরং, সফলতা নির্ভর করে এখন ট্রেডারের ব্যক্তিত্ব, শৃঙ্খলা, এবং জ্ঞান আহরণের ক্ষমতা এবং ইচ্ছার উপরে।
অবশ্যই আমাদের উচিত নিজেদের মার্কেট এনালাইসিস ও অভিজ্ঞতার পরিচয় দিয়ে ট্রেডিং করা। কেননা ফরেক্স একটি স্বাধীন ব্যবসা কিন্তু আমি যদি অন্য কারো এনালাইসিস এর উপরে নির্ভর করে বা কারো সিগন্যাল এর উপর নির্ভর করে ট্রেডিং করে থাকি তাহলে এখানে আর আমার স্বাধীনতা প্রকাশ পাবে না এবং অন্য একজন যে 100% নিশ্চিত তার এনালাইসিস থেকে এমন বিষয় নয় তাই কেন শুধু শুধু অন্যের জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের অর্থকে হারাবো। আমাদের সকলের উচিত নিজেদের মার্কেট এনালাইসিস নিজেদেরই করা এতে করে ভুল হলেও পরবর্তী সময়ে আমরা তা সংশোধন করতে পারব। আমরা যতই ভালো মার্কেট এনালাইসিস করি না কেন মাঝেমধ্যে আমাদের মনের মধ্যে সংকচ থাকে এই সংকোচ রেখে কাজ করা যাবে না অবশ্যই নিজের মার্কেট এনালাইসিস এর উপর আত্মবিশ্বাসী হতে হবে।