আপনি মনে করছেন ভালো সিগনাল কিনলেই শুধু লাভ আর লাভ। তাহলে আপনার ধারনা সঠিক নয়। যারা সিগনাল দেয় তারা অনেক বড় মানের ট্রেডার আপনার মতো ১০০-২০০ ডলারের জন্য তারা সিগনাল দেয় না। আপনি কখনোই তাদের সব সিগনালে ট্রেড করতে পারবেন না। তারা মাস শেষে লাভ দেখবে কিন্তু আপনি দেখবেন আপনার লস। পরে সান্ত্বনা সরুপ পরবর্তী মাসে লাভ করবেন এমন বলবে কিন্তু ততক্ষণে ব্যালেন্স শেষ। বেশি নেগেটিভ কথা বলবেন আপনাকে রিপোর্ট দিয়ে দিবে। তাই সিগনাল না কিনে নিজের সিগনাল তেরি করা শিখুন। তাতে লাভ লস যাই হবে নিজের বুদ্ধিমতে। বাংলায় একটা প্রবাদ আছে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। পরিশেষে সকলের উচিত হবে এনালাইসিস করার দক্ষতাকে আরো বৃদ্ধি করা যাতে করে মার্কেট আপনার বিপক্ষে না যায়। এই বিষয় গুলো নিয়ে নিয়মিত অনেক ভিডিও ফরেক্স বাংলা ইউটিউব চ্যানেলে দেয়া আছে । কষ্ট করে দেখবেন আশা করি আপনার ট্রেডিং সফল হবেন ।
ফরেক্স মার্কেটে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলেই সিগনাল কেনার প্রয়োজন হয় না।তবে ফরেক্স মার্কেটে বেশির ভাগ ট্রেডার লুজার কিছুতেই ফরেক্স অপ্রফিট করতে পারছেনা।এই হব ট্রেডার বিভিন্ন বিজ্ঞাপন এর ধোকায় পরে সিগনাল কেনেন।তারা ভাবে যে ফরেক্স মার্কেটে অনেক ডলার লস করলাম তো সামান্য টাকার বিনিময়ে যদি ভালো সিগনাল কিনতে পাই তাহলে কিছুটা লস রিকভারির করতে পারবো।কেউ ধোকাবাজ এর কাছ থেকে সিগনাল কিনে আবার বড় অঙ্কের টাকা লস করে আবার কেউ এটি দিয়ে তার লস রিকভারির করতে সক্ষম হয়।তবে ফরেক্স মার্কেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।এটাই মূল লক্ষ্য হওয়া উচিত।