সাইকোলজি ডেভেলপ কিভাবে করতে হয়।

FBS VPS

আজকে আমরা খুব সহজেই শিখবো কিভাবে ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করতে হয়।
ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করতে না পারলে ভাল ট্রেডার হওয়া পসিবল নয়। আমাদের আল্টিমেট টার্গেট প্রোফিট করা।
দেখা যায় আপনি ছোট ছোট প্রোফিট করেছেন অনেকগুলো আবার একটা লসেই সব শেষ!
★★ট্রেড নিয়ে ওভার থিংকিং বাদ দিন। সহজ সরল এনালাইসিস করুন। লস হবেই, মেনে নিতে শিখুন।
★★★★★কোন ট্রেড ভুল করেও স্টপলস ছাড়া ওপেন করবেন না। স্টপলস আপনাকে মানসিক শান্তি দেবে। যা আলটিমেটলি আপনার ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করতে সহায়তা করবে।
★★ মানি ম্যানেজমেন্ট অর্থাৎ আপনার ক্যাপিটাল অনুযায়ী রিস্ক/রিওয়ার্ড রেশিও মেনে চলা।
★★পার্ফেক্ট লেভেলে স্টপলস এবং টেক প্রোফিট সেট করা।
★★ফিল অর কিল পলিসি ফলো করা। অর্থাৎ হয় স্টপলস হিট হবে নতুবা টেক প্রোফিট হিট হবে। এর মাঝখানে যতই ঝড়তুফান হয়েযাক ট্রেড ম্যানিপুলেট করবেন না না না না…।
উপরোক্ত এই কয়টি কাজ করলেই আপনি সময়ের ব্যবধানে একজন ভাল ট্রেডার হয়ে উঠবেন (এনালাইসিস পার্ফেক্ট হলে!)।
★★★Gold এ ট্রেড করা থেকে বিরত থাকতে হবে। Gold একটি মেটাল, তাই এটি কোন পলিসি, এনালাইসিস, কোন কিছুই মেনে চলে না। তাই Gold এর সাইকোলজি পুরাই আলাদা।
★★★নরমাল পেয়ারেই ঠিকমতো ট্রেড করলে প্রোফিট অনেক হয়। তাই গরীবের বউ EURUSD তেই এক্সপার্ট হন, বেশি লটে (অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে) ট্রেড করুন।
শুভকামনা রইল, ধন্যবাদ। 😷

Related Posts

x