ফরেক্সে অনেকেই ট্রেড কপি করে থাকে। অনেকে জানেনা বিষয়টা কি । আসলে এটি হলো কোনো অভিজ্ঞ ট্রেডার যে ট্রেড নেয় কপিয়ারেরও একই ট্রেড ওপেন হয়। যার কপি করা হচ্ছে তার যদি লাভ হয় তবে কপিয়ারেরও লাভ হবে, আর তার যদি লস হয় তবে কপিয়ারেরও লস হবে। তবে আমার মতে কপি করা মোটেও ঠিক না। এটা অন্যের উপর নির্ভর করা হয়ে যায়।
ট্রেডিং কপি করা মোটেও ভাল কাজ নয় এতে আপনার অনেক ক্ষতি হবে। কারন আপনি যদি তার ট্রেডিং সিসটেম কপি করে তার সিসটেমে ট্রেড করে তাহলে কিছু দিনে মম্যে আপনি লস করেবেন তার কারন হলো সে যে পদ্ধুতি ট্রেড করবে আপনি ঠিক ভাবে তার মতো ট্রেড করতে পাবেন না আর এর ফলে আপনার ক্ষতি হবে। তাই আমাদের উচিত যারা অন্নের ট্রেডিং সিসটেম কপি করে ট্রেড করে তারা যেন কপি করা থেকে বিরত থাকেন এবং সে যেনো নিজের সিসটেমে ট্রেড করে তাহলে আপনার ক্ষতিও হবে না আর নিজে অনেক কিছু শিক্ষতেও পারবেন।