ফরেক্সে টিকে থাকতে হলে জানতে হবে এবং মানতে হবে – Forex Market Analysis সম্পর্কে

FBS VPS

***ফরেক্স মার্কেট এ আপনি বছরের পর বছর টিকে থাকতে এসেছেন। এই নই যে আপনি ৫ দিনে ১০ দিনে বা একমাসে কোটিপতি হয়ে যাবেন। আর ফরেক্স করা লাগবে না। তাই টিকে থাকতে হলে লং টার্ম ট্রেড এর বিকল্প নেই। কম লট+পিপ্স বেশি নিয়ে ট্রেড করুন। বেশিদিন ট্রেড ধরে রাখার চেস্টা করুন। বিশেষ করে সাপোর্ট, রেসিস্টেন্স অথবা রিট্রাস পর্যন্ত। আশা করি সফল হবেন।**

নিচে কয়টি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নের উত্তর দিয়ে আমার আজকের লেখাটি শেষ করবো সাথে থাকছে নতুন অথবা পুরাতন দের জন্য খুব সহজ এবং প্রফিটেবল একটা স্ট্রাটেজি। (যারা ফরেক্স এ এখোনো লুজার স্ট্রটেজিটা শুধু তাদের জন্য।)
১। ফরেক্স কি আসলেই কঠিন?২। ফরেক্স এ কি আসলেই কন্টিনিউ প্রফিট করা যায়?৩। আমি কেন বার বার লস করি?৪। লাভের ট্রেড বেশিক্ষণ ধরে রাখতে পারি না কেন?৫। মার্কেট কেন বার বার আমার সাথেই প্রতারণা করে?৬। কেন ফরেক্স এ ৯০-৯৫% ট্রেডার লুজার বা টিকে থাকতে পারে না?বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি।


ফরেক্স কি আসলেই কঠিন?


ফরেক্সকে অনেকে যত কঠিন মনে করে ফরেক্স কি আসলেই অতটা কঠিন? না সবাই যততা কঠিন মনে করে বা বলে, ফরেক্স আসলে অতটা কঠিন নই। ফরেক্স সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েই ফরেক্স থেকে ১০-২০% আয় করা যায়। আর তা করতে হলে আপনাকে জানতে হবে, মানতে হবে এবং মানতে হবে। ফরেক্স কে আমরা কঠিন করে ফেলেছি আমাদের নিজেরি কর্মের জন্য। কঠিন তখনি হয় যখন আমরা আমাদের মানি এর ম্যানেজমেন্ট করতে পারি না। মুল মানি হিসেবে রিস্ক অনেক নিয়ে ফেলি তখনি ফরেক্স কঠিন হয়ে যায়। আমরা ফরেক্স সম্পর্কে অনেক পড়াশোনা করি অনেক স্ট্রাটেজি ফলো করি কিন্তু বেশিদিন সেটা মানতে পারি না। মানতে না পারলে ভাই ফরেক্স খুব কঠিন এটা বাস্তব সত্য।


ফরেক্স এ কি আসলেই কন্টিনিউ প্রফিট করা যায়?


ফরেক্স একটা বিজনেস। ফরেক্স কে বিজনেস হিসেবে যারা নিতে পেরেছে তারা ফরেক্স থেকে খুব ইজি ভাবে ফরেক্স থেকে কন্টিনিউ প্রফিট করে যেতে পারে। আর যারা ফরেক্স কে টাকা ইনকামের ম্যাশিন মনে করে তারা ফরেক্স এ কন্টিনিউ প্রফিট করা তো দুরের কথা মুল পুজিটাও হারিয়ে ফেলে। উদাহরণ হিসেবে বলি আপনি ব্যবসা করার জন্য যদি কোন যায়গায় পুজি ইনভেস্ট করেন ধরেন ২০০০০ (বিশ হাজার) আয় করার জন্য, তাহলে সেখানে কত ইনভেস্ট করতে হয়। মিনিমাম ৫ থেকে ১০ লক্ষ টাকা তাই নই কি? ব্যবসার ধরণ ভেদে একটু আলাদা হতে পারে। আয় ২% থেকে ৫%। আর ফরেক্স ও সেরকমি একটা ব্যবসা তবে কেন ফরেক্স থেকে সীমাহীন আয় করার কথা ভাবেন? অল্প ইনভেস্ট করে বেশি প্রফিট কিভাবে আশা করেন? ব্যবসার মত নিন দেখুন কত ইজি ভাবে কন্টিনিউ প্রফিট করতে পারেন। কন্টিনিউ প্রফিট করতে বা ধরে রাখতে হলে ব্যবসার নিয়ম জানতে হবে এবং মানতে হবে। ১০-২০% নিয়ে সন্তুস্ট থাকতে হবে।


আমি কেন বার বার ফরেক্স এ লস করি?


ফরেক্স এ লস করার বিভিন্ন কারণ আছে। ট্রেন্ড এর বিপোরিতে ট্রেড দেয়া, স্টপ লস সঠিক যায়গায় না দেয়া, ওভার লট ব্যবহার করে একাউন্ট #ক্যাড়াব্যাড়া# করে ফেলা। ওভার লট এর উপর আবার ওভার ট্রেড করা। একাউন্ট জিরো। এগুলো আসলে খুবি গুরুত্তপুর্ণ ফরেক্স এ কন্টিনিউ লস কমাবার জন্য। এগুলো ধরে, বুঝে মানতে পারলে ফরেক্স এ মাস শেষে অন্তত লসে থাকবেন না।


লাভের ট্রেড বেশিক্ষণ ধরে রাখতে পারি না কেন?


ফরেক্স এ ট্রেড দেয়ার আগে আমরা যত পরিকল্পনা/চিন্তা না করি ট্রেড দেয়ার পরে আমরা চিন্তা বেশি করি। ট্রেড দেয়ার আগে আমরা বেশি ভাবি না যে এখান থেকে আসলেই ট্রেড দেয়া ঠিক কি ঠিক না। কিন্তু ট্রেড দিয়ে ফেলার পর মার্কেট একটু নেগেটিভ গেলেই ভাবি যে এখান থেকে ট্রেড দেয়া ঠিক হয়নি। আর পরে সেই ট্রেড বা লাভের ট্রেড অল্প প্রফিট এই ক্লোজ করে দেই। মার্কেট তো আপ, ডাউন হবেই। এটাই মার্কেট এর নীতি। এই নয় যে আপনি যেখান থেকে ট্রেড দিলেন সেখান থেকে সেই সময় ই মার্কেট আপনার পজিটিভ এ যাওয়া শুরু করবে? আপনার ইমোশন কে নিয়ে মার্কেট একটু খেলা করবে না? তা কি হয়? মার্কেট দেখবে না যে আপনি কতটা ধৈর্যশীল? আর ধৈর্য না থাকার কারণে লাভের ট্রেড বেশিক্ষণ ধরে রাখতে পারেন না। সাথে ইমোশন তো পিছে লেগেই আছে।


মার্কেট কেন বার বার আমার সাথেই এমন করে?


আপনি একটা ট্রেড দিলেন আর তখন থেকেই মার্কেট আপনার বিপোরিতে যেয়ে আপনার স্টপ লস নিয়ে আবার মার্কেট এর গতিতে চলতে থাকে। শুধু আপনার সাথে নই মার্কেট সবার সাথেই একি আচরন করে। এই আচরনের সাথে আপনি নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন না বলে মনে হয় আপনার সাথেই এরকম আচরণ করে। আপনি যেখান থেকে লস করছেন আরেকজন দেখেন সেখান থেকেই লাভ নিয়ে বেরিয়ে যাচ্ছে।একটা কথা চিন্তা করেন তো একটা মেজর মার্কেট এর এভারেজ বাৎসরিক মুভমেন্ট রেঞ্জ কত? ১০০০-২০০০ পিপ্স। আমরা জানি একটা পেয়ার এক বছরে এই পিপ্স এর ভিতরে অনেক বার বার আপ হয় আবার অনেক বার ডাউন হয়। আর আপনি এই মার্কেট এ কি করতে এসেছেন ব্যবসা করে টিকে থাকতে তাই না? তাহলে মার্কেট ৫০০ পিপ্স বিপোরিতে গেলে আপনি হতাশা গ্রস্থ হয়ে যান কেন? এক মাসে ৫০০ পিপ্স একদিকে যেতেই পারে। ট্রেন্ড দেখুন কি কারণে গেল বুঝার চেস্টা করুন। আর এই মুভমেন্ট এ ডেইলি ট্রেন্ড এর পরিবর্তন হয়েছে কিনা দেখুন। পরিবর্তন হলে নিজের মুভমেন্ট ও চেঞ্জ করে নিন আর না হলে আগের মতই ভাবুন। একটা মার্কেট এর ডেইলি ট্রেন্ড চেঞ্জ হউয়া অত সহজ না ভাইজান। চেঞ্জ হলে অনেক বোঝার সুযোগ দিবে আপনাকে যে আমি চেঞ্জ হলাম বা হব বা হচ্ছি। তবে কিসের এতো টেনশন? নিজের গন্ডির পরিধিকে বাড়ান। মার্কেট কে সবসময় ১০০০-২০০০ পিপ্স মুভমেন্ট মনে করে ট্রেড করুন। ব্যাকআপ রাখুন। লট সাইজ কম রাখুন। ১০০০ ডলার এ আমার মতে ০.০১ লট ই ভাল এর বেশি যে নিবে সে তার ট্রেড স্ট্রাটেজি হিসেবেই করবে।


কেন ফরেক্স এ ৯০-৯৫% ট্রেডার টিকে থাকতে পারে না?


ফরেক্স একটা ব্যবসা। কিন্তু ফরেক্স কে আমরা ব্যবসা হিসেবে বিবেচনা না করে জুয়ার মত করে ভাবি। একটা পন্যের দাম বাড়তেই পারে আবার কমতেই পারে। একটা পন্যের বা কারেন্সির দাম ১০-২০% বাড়তে বা কমতেই পারে। আপনার আশেপাশের পন্যের কথাই বিবেচনা করুন। কাঁচামরিচ, পেয়াজ, রসুন, চিনি, ইত্যাদি। এগুলো বছরে কত % বাড়ে কমে জানেন? ১০০,২০০,৩০০,৪০০ এমনকি ৫০০% পর্যন্ত এগুলো বাড়া কমা করে। এমনকি সেফটি চাউল, ডাউল, গম, ভুট্টা এগুলোর দাম ও ২০-৩০% বাড়ে অথবা কমে। এই ব্যবসা করে যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে ফরেক্স থেকেও আপনি আয় করতে পারবেন। শুধু কনসেপ্ট টা পরিবর্তন করুন। আপনার ধারণা টা পাল্টান। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। এই কনসেপ্ট ৯০-৯৫% ট্রেডার নিতে পারে না বলেই এ মার্কেট এ টিকে থাকতে পারে না। খেয়াল করে দেখুন মার্কেট কিন্তু ২-৩% মুভ করলেই ৫০% ট্রেডার নাই হয়ে যায়। আর ৫% মুভ করলে ৮০% ট্রেডার। বাকি যেই ২০% ট্রেডার থাকে তাদের ভিতরো ১০-১৫% ট্রেডার নাই হয়ে যায় আরকেটু মুভ করলে। টিকে থাকে লাস্ট ৫-১০% ট্রেডার। আর এই ৫-১০% ট্রেডার ই মার্কেট এ অভিজ্ঞতা সম্পন্ন আর এরাই সারাজিবন টিকে থাকে। এরা জানে মার্কেট যখন তখন ১০-২০% মুভ করতে পারে। আর সেই ব্যাকআপ রেখেই এরা ট্রেড করে বলে আজিবন টিকে থাকতে পারে। বলে রাখি EURUSD ১১০ পিপ্স মুভ করলে কারেন্সির ১% মুভ আর ৫৫০ পিপ্স মুভ করলে তার ৫% মুভ হয়। তবে কেন এই ৫% মুভ এই একাউন্ট ক্যাড়াব্যাড়া হয়। কারণ ধরতে হবে পরে মানতে হবে। লট সাইজ সে অনুপাতে সেট করে ট্রেড করতে হবে তাহলে মার্কেট আপনাকে কিচ্ছু করতে পারবে না। আপনি থাকবেন সেই সফল ৫-১০% এর দলে। এখন ভাবুন আপনি এই দলে থাকবেন নাকি ১০০-৫০০ পিপ্স মুভমেন্ট এ একাউন্ট ক্যাড়াব্যাড়া করে সেই দলে থাকবেন। সফলতার চাবি আপনার হাতে।#
***উপরের কথাগুলোর মাঝে অনেক অসমাপ্ত কথা আছে আর সেই অসমাপ্ত কথাগুলো পরিপুর্নতা লাভ করবে নিচের এই স্ট্রাটেজির মাধ্যমে।***
স্ট্রাটেজিঃ এ স্ট্রাটেজির সেফটির জন্য প্রয়োজন স্টান্ডার্ড একাউন্ট এ ১০০০ ডলার আর মাইক্রো/সেন্ট একাউন্ট এ ১০০ ডলারস্ট্রাটেজির ধরণঃ প্রাইজ একশন।#সিলেক্টেড কারেন্সি পেয়ারঃ EURUSD, GBPUSD, USDJPY, AUDUSD, NZDUSD#চার্টঃ ফ্রেশ চার্ট। ফুল্লি পরিস্কার চার্ট। কোন ইন্ডিকেটর, রোবট থাকবে না শুধু ক্যান্ডেল স্টিক থাকবে।#লট সাইজঃ স্টান্ডার্ড একাউন্ট এ ০.০১ লট পার পিপ্স ১০ সেন্ট ভ্যালু, মাইক্রো/সেন্ট একাউন্ট এ ০.১০ লট পার পিপ্স ১ সেন্ট ভ্যালু।#স্ট্রাটেজির মাসিক এভারেজ আয় ১০-২০%। যেহেতু মাসিক আয় ১০-২০% তাই এখান থেকে আপনার চাহিদা মেটাতে হলে ১০০০-২০০০ ডলার (৮০০০০-১৬০০০০টাকা) ইনভেস্ট থাকতে হবে(মাসিক ১০,০০০-২০,০০০টাকা আয় করার জন্য)(গল্পের মত হলেউ সত্য)। ১০০ ডলার ইনভেস্ট এ জাস্ট শিখতে পারবেন আর পরবর্তিতে অগ্রসর হবার দিক নির্দেশনা পাবেন।ট্রেড সিস্টেমঃ মার্কেট এর ডেইলি সাপোর্ট এবং রেসিস্টেন্স দেখুন ফ্লোটিং ক্যান্ডেল বাদে এক বছরের রেঞ্জ দেখুন। ফ্রেশ চার্ট এ এটা ভালভাবে দেখতে পারবেন। এর ভিতরের পিপ্স কে চার ভাগে ভাগ করুন।উদাহরণ হিসেবে দেখুনঃ EURUSD ট্রেন্ড রেঞ্জিং। ডেইলি হাই ১.১৬০০ ডেইলি লো ১.০৮০০। পিপ্স পরিমান ৮০০/৪ = ২০০ পিপ্স।GBP ট্রেন্ড ডাউন। ডেইলি হাই ১.৩৫০০ লো ১.২৭০০ পিপ্স পরিমান ৮০০/৪=২০০USDJPY ট্রেন্ড ডাউন। ডেইলি হাই ১.০৭০০ ডেইলি লো ০.৯৯০০ পিপ্স পরিমাণ ৮০০/৪=২০০AUDUSD ট্রেন্ড আপ। ডেইলি হাই ০.৭৮০০ লো ০.৭১০০ এটাও প্রায় ২০০ পিপ্স স্টেপNZDUSD ট্রেন্ড আপ। ডেইলি হাই ০.৭৫০০ লো ০.৬৯০০ পিপ্স পরিমাণ ৬০০/৪=১৫০
করনিয়ঃ ২০০ পিপ্স পর পর ট্রেড নিবেন আপ থেকে সেল ডাউন থেকে বাই ০.০১ লট এ। এখোন কার সবচেয়ে কঠিন মার্কেট দিয়ে উদাহরণ দেই। বলুন তো এখোন সবচেয়ে কঠিন মার্কেট কোনটা? GBPUSD তাই না?হ্যা GBPUSD আপ ১.৩৫০০ । আর ডাউন ১.২৭০০ যা ইনভ্যালিড হতে পারে ১.২৬ অথবা ১.২৫ ও আসতে পারে যা হবার পরেই বলা যাবে।GBPUSD সেল পজিশন ১.২৯০০ দ্বিতীয় সেল ১.৩১০০, বাই পজিশন ১.২৮০০ দ্বিতীয় ১.২৬০০EURUSD বাই পজিশন ১.১১০০ দ্বিতীয় ১.০৯০০ সেল পজিশন ১.১২০০ দ্বিতীয় ১.১৪০০USDJPY বাই পজিশন ১০২ দ্বিতীয় ১০০ সেল পজিশন ১০৩ দ্বিতীয় ১০৫AUDUSD বাই পজিশন ০.৭৬০০ দ্বিতীয় ০.৭৪০০ সেল পজিশন ০.৭৭০০NZDUSD বাই পজিশন ০.৭২০০ দ্বিতীয় ০.৭০০০ সেল ০.৭৩০০ দ্বিতীয় ০.৭৫০০

** বলে রাখি মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই এসব লেভেল যখন অতিক্রম করবে তখন নিজেকেউ সেভাবে মানিয়ে নিবেন। আপনার মুভমেন্ট ও সেদিকে করে নিবেন। আর এর জন্য যথেস্ট সময় পাবেন। সুযোগ অনেক দিবে নিজেকে পরিবর্তন করে নেয়ার। বেস্ট অফ লাক**
#টেক প্রফিট নিবেন পার ট্রেড এ ২০০ পিপ্স, স্টপ লস নিবেন ম্যানুয়াল অথবা অস্বাভাবিক মুভমেন্ট এর জন্য ৫% রিস্ক এ দিয়ে রাখতে পারেন। যদিও স্টপ লস নেয়া কাম্য না। মার্কেট এভারেজ প্রফিট এ ক্লোজ করা। ইমোশন কে দূরে রেখে। আর বড় নিউজ ইভেন্ট যেগুলোতে মার্কেট ১০০০-৩০০০ পিপ্স মুভ করার সম্ভাবনা থাকে যেমন ব্রেক্সিট, সে নিউজ ইভেন্ট এ স্টপ লস একটু কাছে নিয়ে আসবেন ২% রিস্ক এ। নিক না একটা স্টপ লস। যদি দেখেন নিউজ এ কোন প্রভাব পরে নি তখন আবার আগের অবস্থায় স্টপ লস নিয়ে যাবেন। আশা করি বছরে দুই একটা স্টপ লস নিবে কিনা সন্দেহ। কিন্তু প্রফিট করতে পারবেন সারা বছর রিস্ক ফ্রি। কোন ইমোশন ছাড়াই। মার্কেট এ বেশি নজর দেয়াও লাগবে না। জাস্ট দিনে দুই একবার নজর দিলেই হবে।
# ট্রেড সংখ্যাঃ যেহেতু সব পেয়ার USD রিলেটেড সেহেতু USD রিলেটেড পক্ষে অথবা বিপক্ষে ৫টা ট্রেড রানিং রাখবেন। পক্ষে অথবা বিপক্ষে ৫টার বেশি ট্রেড রাখবেন না। ৫টার বেশি মানে এই নয় যে আপনি মুল মার্কেট এ ৫টা তা কিন্তু নয়। উদাহরনঃ যদি GBPUSD ২টা বাই আর EURUSD ২টা সেল দেন তাহলে মার্কেট এ কিন্তু আপনার কোন ট্রেড থাকলো না। USD এর পক্ষে ২টা বিপক্ষে ২টা = সমান। GBPUSD ২টা বাই EURUSD ২টা সেল AUDUSD ২টা বাই এর অর্থ আপনার USD এর বিপক্ষে মাত্র ২টা ট্রেড আছে মার্কেট এ। যদিও মুল মার্কেট এ ৬টা ট্রেড। এভাবে আপনি মার্কেট এ ২০টা ট্রেড রানিং রেখেউ একমাত্র USD এর পক্ষে অথবা বিপক্ষে ৫টা ট্রেড রাখতে পারেন কোন সমস্যা নেই। এক্ষেত্রে আপনি ১০০০ ডলার এ ১০,০০০ পিপ্স এর ব্যাকআপ পাবেন। যা জিরো করা মার্কেট এর পক্ষে সম্ভব না। কিন্তু প্রফিট বের করে নিয়ে আসা খুব সহজ। খুব জটিল তাই না? হ্যা জটিল বিষয় সহজ করে নিয়ে আশার জন্য কমেন্ট বক্স ফাকা থাকলো। যার যেটুকু জানার দরকার প্রশ্ন করবেন আমি চেস্টা করবো সমাধান দেয়ার। এভাবে মাসে ১০-২০টা ট্রেড ক্লোজ করতে পারলে আপনার টার্গেট পুরণ হয়ে যাবে।
# যা পাবেন এই সিস্টেম থেকেঃ আপনি অনায়াসে ১০-২০% আয় করতে পারবেন। খুব লো রিস্ক এ। আর মাস শেষে অথবা এক প্রান্তিক এ আপনার সমস্ত লসের ট্রেড ক্লোজ করে দিয়ে নির্দিস্ট প্রফিট নিয়ে সন্তুস্ট থাকতে পারবেন। বেশি জ্ঞান এর দরকার হবে না। জাস্ট ফরেক্স এর প্রাথমিক জ্ঞান নিয়েই এই সিস্টেম শুরু করে ইজিলি আয় করতে পারবেন।
*** পরিশেষে একটা কথা বলি অনেকে বলবেন স্টপ লস বেশি বা ম্যানুয়াল কেন? তাদের বলি আমরা এখানে ব্যবসা করতে এসেছি। অল্প একটু লস হলেই সেটা লস এ বিক্রয় করে দিতে নই। লস টার সীমা দেখে তারপর না হয় লস এ বিক্রয় করে দিব। না হয় একটু বেশিই লস নিলাম বা রিট্রাস করলে কমতেউ পারে লসটা। তাই বলে এই নয় যে আপনি অই লস রিকোভার করতে পারবেন না। এক পেয়ার এ মাসে ৩০০ পিপ্স মানে ৩০ ডলার নেগেটিভ থাকলে অন্য পেয়ার গুলো থেকে দেখবেন ১০০০ পিপ্স ১০০ডলার ইজিলি নিয়ে নিয়েছেন। এভাবে কন্টিনিউ নিতে থাকলে মাস শেষে প্লাস মাইনাস করে দেখবেন অনায়াসে ১০-২০% প্রফিট আপনার পকেট এ ঢূকে যাচ্ছে। খারাপ কি ভাই?
আর একটা কথা বলতে পারেন দ্বিতীয় এবং তৃতীয় ট্রেড নেয়া মানে তো মাল্টি। এটা তো রিস্কি। আরে ভাই মাল্টি কাকে বলে? মাল্টি কি রিস্ক ফ্রি করা যায় না? আপনি এখানে ট্রেন্ড দেখে ট্রেড নিচ্ছেন। রিট্রাস থেকে ফাস্ট বাই নিচ্ছেন, সাপোর্ট থেকে দ্বিতীয় বাই আর লোয়ার লো থেকে তৃতীয় বাই। তাউ আবার ডেইলি ক্যান্ডেল এ। ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে ও একি। যা খুব দ্রুত এভারেজ প্রফিট নিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা। আর না হলে তো সেল এ প্রফিট করছেন ই। যখন সাপোর্ট ভেঙ্গে লোয়ার লো তে আসলো এর মধ্যে কি আপনি সেল পাবেন না? অবশ্যই পাবেন। আর প্রফিট করে এভারেজ দেখবেন ভালই পাচ্ছেন। ওই লসটা কিছু মনে হবে না।***
*** আর একটা কথা না বললেই নয় যে ফরেক্স মার্কেট এ অভিজ্ঞতার মুল্য অনেক। আপনি যত দিন এখানে অতিবাহিত করবেন আর কারেন্ট মার্কেট এ ট্রেড এপ্লাই করবেন তত বেশি শিখতে পারবেন আর আস্তে আস্তে ভাল করতে পারবেন। একবারে সব কিছু সম্ভব না। ***

Related Posts

x